
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নবঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আলমতলা মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে লস্কর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নয়নের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি। বক্তব্য রাখেন ছাত্রলীগনেতা শাহীন শাহ বাদশা, রাশেদুজ্জামান রাসেল, রসুল গাজী, অহিদুজ্জামান, বাবলু গাজী, মওদুদ আহম্মেদ, নাছিম, আজমাইন আবরার জিম, রাকিব হোসেন, রহিম, জিনারুল, রানা, মোস্তফা, রাসেল, স্বাধীন, নাজমুল, রায়হান, সাব্বির, আল-আমিন, রনি, জাহাঙ্গীর, পলাশ, তপু, মিজান, রবিউল, প্লাবন, আকাশ, নূর, মোহাম্মদ, আসিফ, হাসান ও নাহিদ। সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রলীগের নবঘোষিত কমিটি বাতিলের দাবী জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন