
ইয়ানূর রহমান : যশোরে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৯৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হলেন ২২ হাজার ৩ শ ৯৬ জন। যশোর সিভিল সার্জন অফিস সুত্র জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২শ ৬৮ টি নমুনা পরীক্ষায় ওই ৯৫ জন করোনায় আক্রান্ত হন। এ দিন আক্রান্তের হার ৩৫ দশমিক ৪৪ শতাংশ। এর আগের দিন ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই দিন আক্রান্তের হার ছিল ৩৫ শতাংশ। করোনার উর্দ্ধগতি অব্যহতি রয়েছে। এ অবস্থায় আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল কলেজ সহ সমপর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানিয়েছেন, করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে।#

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন